• Sunrise At: 6:05 AM
  • Sunset At: 6:09 PM
০৯৬১৪ ২৪ ২৪ ২৪

শুরু হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘দ্য ভার্সেস অব লাইট’

দেশের উদীয়মান হাফেজদের প্রতিভা এবং পবিত্র কোরআন তিলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাতে শুরু হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পুষ্টি: দ্য ভার্সেস অব লাইট’। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান টি কে গ্রুপের কর্মকর্তারা।

‘কণ্ঠে ছড়াক পবিত্র বাণী’ স্লোগানের মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হবে আগামী মাসে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পবিত্র কোরআন চর্চায় নিবেদিত যে উদীয়মান হাফেজরা সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে থাকেন, তাঁদের প্রতিভা অন্বেষণেই এমন আয়োজন।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) চেয়ারম্যান কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহার, সৌদি আরবের জেদ্দার আল–কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ আবদুল কাদের রহমানি এবং জর্ডানের ইসলামিক গবেষক হাতেম জামিল মাহমুদ সুহেমাত।

সংবাদ সম্মেলনে টি কে গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. মেফাচ্ছেল হক বলেন, ‘পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে। এবার প্রতিযোগিতায় নারীরাও অংশগ্রহণ করতে পারবেন। এবার বিচারক হিসেবে সম্পৃক্ত করা হয়েছে বিশ্বখ্যাত আলেমদের। তাঁদের অমূল্য পরামর্শ প্রতিযোগিতাটিকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের বিশ্বাস।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন মোট ৪০ লাখ টাকা সমমানের পুরস্কার। প্রথম সেরা পাবেন পাঁচ লাখ টাকা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ পড়াশোনা এবং অভিভাবকসহ ওমরাহ হজ পালনের সুযোগ। দ্বিতীয় সেরা পাবেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসহ তিন লাখ টাকা পুরস্কার, সঙ্গে অভিভাবকসহ হজ করার সুযোগ। তৃতীয় সেরা পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া চতুর্থ থেকে ৩০তম প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ অর্থ।

প্রতিযোগিতায় অনূর্ধ্ব–১৬ বছর বয়সী কিশোর–কিশোরীরা অংশ নিতে পারবে। দেশের সব অঞ্চল থেকে অডিশনের মাধ্যমে তাদের নির্বাচন করা হবে। প্রতিটি অঞ্চলের নির্বাচিত শীর্ষ প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত রাউন্ডে অংশ নেবে। আসন্ন পবিত্র রমজান মাসে অনুষ্ঠানটি প্রচারিত হবে ডিবিসি চ্যানেলে।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Pusti Verses of Light - Copyright 2024. Designed by Brand, T.K. Group