• Sunrise At: 6:05 AM
  • Sunset At: 6:09 PM
০৯৬১৪ ২৪ ২৪ ২৪

ময়মনসিংহ বিভাগের অডিশন পর্ব দিয়ে শুরু হয়ে গেল পুষ্টি Verses of Light হিফজুল কুরআন প্রতিযোগিতার এবারের আয়োজন।

ময়মনসিংহ বিভাগের অডিশন পর্ব দিয়ে শুরু হয়ে গেল পুষ্টি Verses of Light হিফজুল কুরআন প্রতিযোগিতার এবারের আয়োজন। ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, সকাল ৯টা থেকে প্রতিযোগিতা শুরু হলেও ভোর থেকেই ছিল প্রতিযোগীদের উপচে পড়া ভীড়। স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয় নারী প্রতিযোগীরাও। সারাদিন অডিশন পর্ব শেষে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর নিবিড় পর্যবেক্ষনে আমরা খুঁজে পাই ভাগ্যবান দুইজন বিজয়ীকে। তাদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহনকারী সবার জন্য ছিল পুষ্টি’র সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Pusti Verses of Light - Copyright 2024. Designed by Brand, T.K. Group